দক্ষিণ যুবদলের সদস্য সচিবের পক্ষ থেকে মহম্মদপুরে টি-শার্ট বিতরণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৩৮ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে মাগুরার মহম্মদপুর উপজেলার ভ্যান চালকদের মাঝে টি-শার্ট বিতরণ সম্পন্ন হয়েছে।

উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন বাজারে সড়কে দাঁড়িয়ে নেতৃবৃন্দ টি-শার্ট বিতরণ করেন।

উপজেলা যুবদলের সৌজন্য প্রদানকৃত টি-শার্ট বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রজব আলী, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী দলের সভাপতি মাঞ্জুরুল ইসলাম, যুবদল নেতা মো. সাজ্জাদুল আলম নান্নু খান, মাসুদ রানা, মোস্তফা জামান সনেট, শিবলুর রহমান, এসকে শান্ত প্রমুখ।

ইএইচ