থানচিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এসপির সভা

থানচি (বান্দরবান) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:৫২ পিএম

এলাকার শান্তিশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের থানচিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা সুপারিনটেনডেন্ট অব পুলিশের (এসপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে থানচি থানার সভাকক্ষে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এলাকার শান্তিশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মো. শহীদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা দুর্নীতি দমন কমিশন সভাপতি মো. সেলিমুর রশীদ ভুঁইয়া, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, উওইসারা ভান্তে, থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

ইএইচ