সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন সরিষাবাড়ীর বোরহান উদ্দিন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে (ভিএসও বাংলাদেশ) আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রক্তযোদ্ধা নামক বোরহান উদ্দিন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের মো. ফরহাদ আলীর ছেলে।
তিনি ঢাকা ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (সিভিল) শেষ বর্ষের শিক্ষার্থী।
বোরহান উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতা নিয়ে কাজ করে আসছেন।
বৃহস্পতিবার ২০২৪ সালের আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশে থেকে নির্বাচিত ২০ জন ভলান্টিয়ারকে ‘বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ সহ নগদ অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। ২০ জনের মধ্যে বোরহান উদ্দিন ৯ম স্থান অর্জন করেন।
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে সম্মান দিয়েছেন। আমার এমন সাফল্যের অংশীদার আমার শুভাকাঙ্ক্ষীরাও যারা আমার কথায় রক্ত দিয়েছেন এবং সহযোগিতা করেছেন। আমার এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইএইচ