পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

বামনা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:৫৯ পিএম

বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছয় চাকা বিশিষ্ট ট্রলির চাপায় প্রাণ গেলো বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর।

নিহত ওই শিক্ষার্থীর নাম মোসা. আজমেরী আক্তার মীম(১২) সে উপজেলার কালাইয়া গ্রামের আ. হালিমের মেয়ে।

বৃহস্পতিবার দুপুর ২টায় বামনা উপজেলার পাথরঘাটা- ঢাকা মহাসড়কের জাফ্রাখালী ব্রিজের অ্যাপ্রোচ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ঘাতক ট্রলিসহ চালক হাসানকে আটক করেছে।

এদিকে স্থানীয়রা তাৎক্ষণিক ওই ট্রলিটি ও তার চালককে আটক করে বামনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনায় জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে প্রায় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান ও বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদারসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বামনা থানার ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার জানান, তারা এখনো ঘটনাস্থলে রয়েছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানাবেন।

ইএইচ