নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:৩৯ পিএম

আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেওয়ান মিয়ার নেতৃত্বে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ক্যাব সদস্য ইমতিয়াজ আহমেদ চৌধুরী তুহিন, সাংবাদিক মীর আব্দুল কাদির, প্রেস সেক্রেটারি সিরাজুল ইসলাম জীবন, ক্যাব সদস্য সাজিদুর রহমান শাহীন, জালাল মিয়া, মো. রিপন মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্যাব নেতৃবৃন্দ।

ইএইচ