সরকারি বাঁওড় থেকে উত্তোলিত অবৈধ বালু নিলামে বিক্রি

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:১৭ পিএম

যশোরের চৌগাছার সরকারি মর্জাদ বাঁওড় থেকে অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ৮১ হাজার ঘনফুট বালু জব্দের পর উন্মুক্ত নিলামে বিক্রি করে করেছে উপজেলা প্রশাসন।

এতে সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে জমা হয়েছে ৪ লাখ ২১ হাজার ৭৩০ টাকা।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর কালিতলায় এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি পায়েল হোসেন, পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান লাল প্রমুখ। নিলাম পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহরাব হোসেন।

ইএইচ