কিশোরগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:২৯ পিএম

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলা শহরস্থ উবাই পার্কে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রায় ৬ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি জি এস খসরুজ্জামান শরীফ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জুয়েল, বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

এছাড়াও কিশোরগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ইএইচ