জুলাই-আগস্টের বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৯:৩৫ পিএম

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গৌরনদীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজীব হোসেন।

আরও উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইউনুছ মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. খোন্দকার মনিরুজ্জামান মনির, শরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিলন হোসেন, উপজেলা জামাতের সেক্রেটারি মো. বাইজিদ শরীফসহ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

ইএইচ