জাতীয়তাবাদী প্রযুক্তি দল মাগুরা জেলা শাখার কমিটি অনুমোদন

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৩:০৫ পিএম

জাতীয়তাবাদী প্রযুক্তি দলের মাগুরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কার্যনির্বাহী বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হাসান সুমন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত প্যাডে বৃহস্পতিবার মাগুরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

মিনহাজ শিকদার মাগুরা জেলার সভাপতি ও শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির বাকী সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সজীব আলম, সহ-সভাপতি রবিউল ইসলাম জমিদার, মন্নু কাজী, রমজান আলী, সুমন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সালমান, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন ইমন, প্রচার সম্পাদক মো. আল হাসিব খান, সহ-প্রচার সম্পাদক মো. শাকিল আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সদস্য।

ইএইচ