ইন্দুরকানীতে নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৩:২৭ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫নং চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলামকে (৫৮) চরবলেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।

সে জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিমের ভাই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, নাশকতার মামলার আসামি এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি এছাড়াও আরও চারটি মামলার আসামি।

ইএইচ