ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী এবং বোরোপিট খাল পরিদর্শন জেলা প্রশাসকের

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৭:০৩ পিএম

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী এবং সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খালের একাংশ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ডাকাতিয়া নদী ও বিভিন্ন খালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেছেন করেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে স্থানীয় জেলে, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, পৌর ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী, পুলিশের উপ-পরিদর্শক খোকন দাসসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ইএইচ