মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৮:১৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছররা গুলিতে হিমেলের দু-চোখ অন্ধের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃত উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের মৃত কাশেম চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী মিন্টু (৩৮)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক।

শুক্রবার ৬ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, মামলার তদন্তে তার নাম পাওয়ায় অভিযান চালিয়ে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ইএইচ