অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০২:৫৩ পিএম

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও চত্বরে মানববন্ধন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বক্তব্য দেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সদস্য জসিম উদ্দিন বাচ্চু, গাজী আবুল হোসেন, তাওহীদ হাসান উসামা।

ইএইচ