ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে ক্রেস্ট প্রদান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:৩৪ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নামে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমানসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট প্রদান করা হয়।

ইএইচ