নান্দাইলে গেম খেলতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:২৮ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে নাছির উদ্দিন ভুঁইয়ার স্কুল পড়ুয়া ছাত্র ফাহিম ভূইয়া (১২) মঙ্গলবার রাত ১০টার দিকে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

নিহত ফাহিম নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, স্কুলে ফাহিমের বার্ষিক পরীক্ষা চলছে। অথচ ফাহিমকে মোবাইল ফোনে গেম খেলতে দেখে তার বাবা তাকে নিষেধ করে। পরে রাগে অভিমানে সবার অজান্তে ফাহিম গলায় মাফলার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বলেন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইএইচ