অভয়নগরে দুই মামলায় আসামি ২৮২, অজ্ঞাত আরও চার’শ

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:৫৩ পিএম

যশোরের অভয়নগরে দুটি মামলায় ২৮২ জনের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় অজ্ঞাতনামা চার’শ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে অভয়নগর থানায় মামলা দুটি করা হয়।

মামলার বাদিরা হলেন, উপজেলার শংকরপাশা গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে উজ্জল গাজী ও উপজেলার বুইকারা গ্রামের লুৎফার রহমানের ছেলে জোবায়ের হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ নভেম্বর শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কের উপরে একদল দুষ্কৃতকারী সাধারণ মানুষের পথরোধ করে। বিষয়টির প্রতিবাদ করলে সংঘবদ্ধভাবে বোমা ফাটিয়ে বাদীর উপর অতর্কিত হামলা চালায় তারা। এ ঘটনায় ১শ ১৮ জনের নাম উল্লেখপূর্বক ১শ ৪৫ থেকে ১শ ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সাত নম্বর মামলার নথি থেকে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে সাধারণ মানুষের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৬৪ জনের নাম উল্লেখপূর্বক ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সাত নম্বর মামলায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত হলেন, উপজেলার পাথালিয়া গ্রামের মৃত নওশের জমাদ্দারের ছেলে শাহাদাৎ জমাদ্দার ও পাথালিয়া গ্রামের ওলিয়ার শেখের ছেলে রিপন শেখ।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, উজ্জ্বল ও যোবায়ের নামের দুজন ভুক্তভোগী বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছেন। দুটি মামলায় মোট এজাহার নামীয় আসামি ২৮২ জন ও অজ্ঞাতনামা আসামি ৪০০ জন। দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ