নীলফামারীতে রেজিস্টার খাতা জোরপূর্বক ছিনিয়ে নেয়ায় অভিযোগ

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:১১ পিএম

নীলফামারীতে দারোয়ানী টেক্সটাইল আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার যাবতীয় আয় ব্যয়ের হিসাবের রেজিস্ট্রার খাতা, আয়ের রশিদ ও ব্যয়ের ভাউচার জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছে সাবেক মুহতামিম মাওলানা আমিনুল্লাহ।

অভিযোগের প্রেক্ষিতে যায় যে, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার সময় বর্তমান মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইমামুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ, মাওলানা জিল্লুর রহমানসহ আরও অনেকে জোরপূর্বক মাদরাসার হিসাবরক্ষক মোহাম্মদ দুরুল হুদার কাছ থেকে ১৬টি রেজিস্টার খাতা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

পরে ১০ ডিসেম্বর সকালে হিসাব রক্ষকের কাছে আয়ের রশিদ বই এবং ব্যয়ের যাবতীয় ভাউচারাদি তলব করতে থাকে।

এ বিষয়ে মাদরাসার সাবেক মোহতামিম মাওলানা আমিনুল্লাহ বলেন, আমি ৪২ বছর যাবত এই মাদরাসা তিলে তিলে গড়ে তুলেছি। দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসতেছে। আমাকে বড় ধরনের বিপদে ফেলার জন্য এসব রেজিস্টার খাতা জোরপূর্বক হিসাব রক্ষকের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি নিরুপায় হয়ে জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দেই।

জানতে চাইলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ