কিশোরগঞ্জের কটিয়াদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার উপজেলার শিমুয়া নেহারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নেহারদিয়া গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে মো. রফিকুল (৩৫), মো. রফিকুলের স্ত্রী খায়রুন্নেছা (৩০), মৃত রতন মিয়ার স্ত্রী স্বর্ণা বেগম (২৫), শিশু আয়েন (১৫ মাস )।
এ বিষয় মঙ্গলবার রফিকুলের শ্বশুর মো. শাহাব উদ্দিন বাদী হয়ে মো. মানিক মিয়া (৪০) ও মানিক মিয়ার ছেলে মুন্নাকে (২০) অভিযুক্ত করে কটিয়াদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইএইচ