মদনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ‘শ্রমিকের টাকা আত্মসাৎ’র অভিযোগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০১:১৭ পিএম

নেত্রকোনার মদন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল ইসলামের বিরুদ্ধে একই পরিষদের ইউপি সদস্য মো. লিটন শেখ, মদন পৌরসভার সাবেক কাউন্সিলর আল মামুন ও সাজেদুল করিম সাজু নামে তিন ব্যক্তি জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। এতে ৪০দিনের কর্মসূচির দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, অসৌজন্যমূলক আচরণসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার  জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে এ অভিযোগ করেন তারা।

খায়রুল ইসলাম মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। মদন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম  ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচি কর্মসংস্থান (ইজিপিপি) উন্নয়ন সহায়তা তহবিল, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিভিসহ এ সব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে ইউপি সদস্যদের  রেজুলেশন ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করছেন চেয়ারম্যান একক ক্ষমতা বলে।

টিসিবি কার্ড দিয়ে টাকা আদায়, ভিজিএফের কাজে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িত। তিনি পরিষদের সদস্যদের সঙ্গে নিয়মিত অসৌজন্যমূলক আচরণ করেন। ৪০ দিনের কর্মসূচির প্রকল্পের শ্রমিকদের মোবাইল সিম কার্ড চেয়ারম্যানের নিজের হাতে রেখে টাকা উত্তোলন করেন।  শ্রমিকদের অর্ধেক টাকা নিজে রেখে দেন এবং ৪০ দিনের কর্মসূচির  প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সেক্রেটারি এবং ইউনিয়নের ট্যাগ  অফিসারের স্বাক্ষর ছাড়াই বিল জমা প্রদান করেন।

অভিযোগে আরও উল্লেখ বিগত প্রায় আড়াই বছরের মধ্যে হোল্ডিং ট্যাক্স আদায় করার পরেও মেম্বারদের মাত্র দুই মাসের সম্মানী ভাতা প্রদান করেন। কিন্তু ইউনিয়ন পরিষদ নীতিমালা উল্লেখ রয়েছে উত্তোলিত হোল্ডিং ট্যাক্স এর অর্থ  ২৫ শতাংশ পরিষদের কার্যক্রমে ব্যবহার করা যাবে।  সদস্যদের সম্মানী ভাতা না দিয়ে তিনি একাই সমস্ত টাকা আত্মসাৎ করেছেন।

এ ছাড়া চেয়ারম্যান খায়রুল ইসলাম ইউপি সদস্যদের বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

মদন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,  মদন ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি ইজিপিপি প্রকল্পের শ্রমিক সংখ্যা কম ছিল।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম পালাতক তাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি । মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মদন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি  লিখিত অভিযোগ নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর করা হয়েছে। আমি  অভিযোগের অনুলিপি পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

বিআরইউ