কালুখালীতে ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রিজ পারাপার

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৪:১৪ পিএম

রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমরীরানী গ্রামে খালের উপর নির্মিত একটি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রিজ পারাপার করছেন কয়েকটি গ্রামের মানুষ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, সাওরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুমরীরানী গ্রামের একটি খালের উপর নির্মিত অনেক দিনের পুরাতন ব্রিজটি মাঝখান থেকে ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় মহিউদ্দিন জানান, কয়েকদিন আগে ব্রিজ পারাপারের সময় আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে গিয়ে আমার পা ভেঙ্গে যায়। কতজন এলো গেলো আমাদের ব্রিজটি আর নতুন করে নির্মাণ করা হলো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রিজটি দ্রুত নির্মাণ করে দিক।

কুমরীরাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমরা বিদ্যালয়ে যাওয়া আসা করতে ভয় পাই। কখন জানি ব্রিজটি ভেঙ্গে যায়। দ্রুত ব্রিজটি নির্মাণ করতে হবে।

বি-কয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী অনিসা বলেন, আমরা সাইকেল নিয়ে স্কুলে যাই। এখানে নতুন একটি ব্রিজ নির্মাণ করা হলে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হবে।

বিআরইউ