জামালপুরে বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়তে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৪:১৯ পিএম

জামালপুরে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি আশেক মাহমুদ কলেজ হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় ‘তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে’ সরকারি আশেক মাহমুদ কলেজে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস,জামালপুর, গণযোগাযোগ অধিদপ্তর,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মতবিনিময় সভায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  হাসিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলা।

এ সময় বক্তব্য রাখেন– জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক আফরিন জাহান আঁখি, ছাত্র প্রতিনিধি আল আমিন রোহানি সহ প্রমুখ।।

বিআরইউ