শরীয়তপুরের জাজিরা উপজেলায় আট কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করে পুলিশ।
এ বিষয়ে শনিবার দুপুর ১টায় প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছে জাজিরা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মহসিন হাজীর ছেলে আ. রশিদ হাজী (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মৃত রুহুল আমিনের ছেলে মো. রবিন মিয়া।
সূত্রে জানা যায়, শনিবার পুলিশ গোপন সূত্রে তথ্য পায় জাজিরা পৌরসভার ৮নং ওয়ার্ডে আড়া চন্ডির মোড়ে দুজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে পুলিশের টহল টিম সেখানে গিয়ে একটি পিকআপ, ৬টি ড্রামসহ দুজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য একলক্ষ ষাট হাজার টাকা।
এ বিষয়ে মাদক আইনে একটি মামলা রজু করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হবে।
ইএইচ