ভোলায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা

ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৪:২৮ পিএম

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪’ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও সকাল ১০টায় বধ্যভূমিতে জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক  অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তিকামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ