মাগুরায় সার্ভিস বুক কাটাছেঁড়া’র বিষয়ে সওজে লিখিত অভিযোগ

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৪:৫০ পিএম

মাগুরা সড়ক বিভাগের কর্মরত কার্যসহকারী কাজী আনোয়ার হোসেন ওয়ার্কচার্জ সার্ভিস বুক ও জন্ম তারিখ কাটাছেঁড়া প্রসঙ্গে লিখিত অভিযোগ জানিয়েছে মাগুরা সড়ক ও জনপথ বিভাগ।

সার্ভিস বুক চাকরি জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বই। প্রতিটি কর্মচারীকে সংরক্ষণ করতে হয় এটি।

কোন ধরনের কাটাকাটি করা এবং এলোমেলো তথ্য সংরক্ষণ করা যায় না। তথ্য সংরক্ষণের পর তা কর্মকর্তা দ্বারা প্রত্যয়িত করে সিলের নিয়ম থাকলেও মাগুরা সড়ক বিভাগের কর্মরত কাজী আনোয়ার হোসেনের জন্ম তারিখ ১২/১২/১৯৬৪ এর স্থলে কেটে ১২/১২/১৯৭৪ সাল করা হয়েছে।

তিনি ১০ বছর অতিরিক্ত চাকরি করার অসৎ উদ্দেশ্যে সার্ভিস বুক থেকে তার প্রকৃত জন্মতারিখ কাটাছেঁড়া করেন। তার প্রকৃত চাকরির মেয়াদ ১২/১২/২০২৩ সালে অবসরে যাবার কথা।

১৯৮৬ সালে শ্রমিক হিসেবে চাকরিতে যোগদান করে ২০০০ সালে কার্যসহকারী হিসেবে পদোন্নতি লাভ করেন। কাজী আনোয়ার হোসেন কার্যসহকারী (ক্রমিক নং-৫) সার্ভিস রোল পর্যালোচনা করে দেখা যায়, এমআর/ক্যাজুয়াল শ্রমিক হিসেবে ১৯৮৬ সালে কাজে যোগদান করেন। তখন তার জন্ম তারিখ সার্ভিস রোলে ১৯৬৪ লিপিবদ্ধ করা।

খুলনা সড়ক বিভাগে প্রথম নিয়োগে তার বয়স সম্বলিত কোনো প্রত্যয়ন সংরক্ষিত নাই। তখন তাহার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি প(সার্ভিস রোল অনুযায়ী) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহজ সড়ক সার্কেল যশোরের স্মারক নং ২৬৪০/২(৮)২৪/৯/২০০০সালে ক্যাজুয়াল কার্যসহকারী পদোন্নতিপ্রাপ্ত হন।

পরবর্তীতে সার্ভিস রোলে কাটাকাটি ওভার রাইটিং করে জন্মতারিখ ১৯৬৪ এর স্থলে ১৯৭৪ এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর স্থলে এসএসসি প্রকৌশল ডিপ্লোমা ইলেকট্রনিক্স করা হয়েছে।

সার্ভিস রোলের সহিত এসএসসি সার্টিফিকেটের ফটোকপি সংযুক্ত থাকায় কর্মচারী সঠিক জন্ম তারিখ নিরূপণ করা সম্ভব না।

সংশ্লিষ্টের দাবি, কাজী আনোয়ার হোসেনের সঠিক জন্ম তারিখ নির্ধারণপূর্বক চাকরির হিসাব গণনা করার জন্য ২৪/১১/২৪ তারিখে একাধিক স্থানে অনুলিপি প্রদান করা হয়েছে।

তবে কাজী আনোয়ার হোসেন সার্ভিস বুক কাটাছেঁড়ার বিষয়টি অস্বীকার করেন।

বিষয়টি নিয়ে শনিবার নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ