হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাই বাজারের দক্ষিণ পাশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৫ জন আহত হয়েছেন।
স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাই বাজারে ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি আমাদের হেফাজতে আনা হবে।
ইএইচ