দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:০৫ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাত ৭টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।

দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি অভিযান চলাকালে একটি সিএনজি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী বেশে মো. আশিকুজ্জামান (৩২), মো. আবু জাফর (৩২) ও মো. রাসেল হোসেনকে (২৫) ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ আটক করে পুলিশ।

আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. নাজমুল হুদা বলেন, প্রতিদিনের ন্যায় পুলিশি চেকপোস্টে একটি সিএনজিতে ৩ জন যাত্রীবেশে অস্ত্র পাচারকালে পুলিশের সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ইএইচ