কালকিনিতে ঐতিহাসিক লালপোলে মোমবাতি প্রজ্বলন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:২৯ এএম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহাসিক লালপোলে মোমবাতি প্রজ্বলন করেছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, উপজেলা ও পৌরসভা বিএনপি।

শনিবারসন্ধ্যায় পৌর এলাকার ভুরঘাটা-কালকিনি সড়কের রেইনট্রিতলা নামক স্থানের লাল ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী আকন, মো. ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান ও সোনালি ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম আলী প্রমুখ।

ইএইচ