মাফরুজা সুলতানা

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি

ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৫:০৬ পিএম

জাঁকজমকপূর্ণ এবং অনাড়ম্বর পরিবেশে ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী কৃষকদলের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি ইউছুফ আলম চৌধুরীর সভাপতিত্বে কৃষক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, ৭৫ এর পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি করেছেন। কৃষক দলের মাধ্যমে দেশের গরীব কৃষকের অধিকার রক্ষায় কাজ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, বিশেষ বক্তা ছিলেন ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসানত তসলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ