কিশোরগঞ্জে মহান বিজয় দিবস ও বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে অক্সিজেন ফাউন্ডেশন ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বৃক্ষরোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন। পরে কলেজ প্রাঙ্গণে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে অনুপ আহমেদ মামুন, ফয়সাল প্রিন্সসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইএইচ