দিনাজপুর মহিলা কলেজের উদ্যোগে বিজয় দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:৪৫ পিএম

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে দিনাজপুর মহিলা কলেজের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের ছাত্রীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক অন্তরা অধিকারী।

পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান-এর নেতৃত্বে কলেজের শিক্ষকবৃন্দ।

ইএইচ