পূর্বাচল লেক থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:২৫ পিএম

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের ২ নম্বর সেক্টর লেক থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচল ৩০০ফিট সড়কের বউরারটেক এলাকার ৪ নম্বর সেতুর নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে লেকের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা রাতের যেকোনো সময় হত্যা করে লেকে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়া ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানান। ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিআরইউ