শহিদুল ইসলাম

আওয়ামী লীগের ছেলেভুলানো গল্প আর কেউ শুনবে না

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:১৪ পিএম

আওয়ামী লীগের ছেলেভুলানোর গল্প আর কেউ বিশ্বাস করছে না। ফলে আগামীতে তাদের ভুলভাল কথা কেউ শুনবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

তিনি বুধবার সন্ধ্যায় মাদারীপুরের কুনিয়া ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘বর্তমানে ভারতে বসে হাসিনা ফুঁসফাস করছে, তিনি নাকি যে কোন সময় দেশে ঢুকে পড়বেন। আমরাও বলি আপনি আসেন। আমরাও প্রস্তুত আছি। অস্ত্র জমা দিয়েছি, তবে ট্রেনিং কিন্তু জমা দেইনি।

বলেন, আমরা এমন নেত্রীর দল করি, যে একজন আদর্শবান নেত্রী, যিনি ছেলের নির্মম নির্যাতনের কথা মোবাইলে শুনেও দেশ ছেড়ে যায়নি। আর আপনি একজন পলাতক খুনের মামলার নেত্রী। তাই সাবধান করছি, আর ফুঁসফাঁস করবেন না।’
কেন্দ্রীয় কৃষক দলের এ নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ মনে করেন, দক্ষিণাঞ্চলের সবাই তাদের দল করে। আমি তো তাদের কোন নেতাকর্মী দেখি না। রাতের বেলায় ভোট করলে সবই আওয়ামী লীগ মনে হয়। তাদের একজন নাকি দেবতা, পীর। সে তো মরে গেছে। বাকিরা তো ঠিক জায়গাই আছে। তাদের জেলেই থাকার কথা। তারা যেভাবে নির্বিচারে মানুষ খুন করেছে, তাদের তো সেই জায়গাই থাকার কথা।’

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা দলের যুগ্মা সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. জামিনু রহমান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু।

আলোচনা সভা শেষে অর্ধশক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

ইএইচ