ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের কালো টাকার অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দসহ ৬ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবি উপস্থাপন করে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এএসএম সুজা উদ্দিন ও কক্সবাজার সদর থানা প্রতিনিধি কমিটির সংগঠক ওমর ফারুক।
সংবাদ সম্মেলনে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদর কমিটির সংগঠক মুহাম্মদ খালিদ বিন সাইদ, মো. কামরুল হাসান, নিহাল সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং রামু উপজেলার প্রতিনিধি জোবায়ের, সাইফুল, রিয়াদ, মঈনুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচ