চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে (৪০) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. রুবেল শেখ এ নির্দেশ দেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন জনান, বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আদালতে হাজির হতে সমন দিয়েছেন।
এ বিষয়ে পিআইও বিজন কৃষ্ণকে একাধিকবার ফোন দিলে কোন সাড়া পাওয়া যায়নি।
ইএইচ