‘কোন সরকারের লেজুড় বৃত্তি আমরা করি নাই কোনদিনই। কখনোই আমরা কোন সরকারের হয়ে কাজ করি নাই। এই ৫৪ বছরে যেই সরকারগুলো এসেছে সকলের সঙ্গেই আমরা কাজ করেছি কিন্তু আমরা কারো হয়ে যায় নাই। যার কারণেই ৫ই আগস্টের পরে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি।’
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার সম্মেলনে এসব কথা বলেন এ সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও সম্মেলনের প্রধান বক্তা মো. কামরুল ইসলাম।
এ সময় তিনি আরও বলেন, অতীতে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের যন্ত্র রাষ্ট্রের ছিল। আমরা প্রত্যাশা করি আগামীতে এসব থাকবে না।
গাইবান্ধা থেকে প্রকাশিত সাপ্তাহিক অবিরামের হলরুমে হারুনুর রশিদ বাদলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন— সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশিদ শাইন, সহ-সভাপতি মো. আতিকুর রহমান আজাদ, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মো. সাজাদুর রহমান সাজু প্রমুখ।
অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় কমিটি গাইবান্ধা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। সাপ্তাহিক অবিরামের সম্পাদক ও প্রকাশককে সভাপতি ও দৈনিক অর্থনীতির সিনিয়র রিপোর্টার সাজাদুর রহমান সাজুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এ কমিটি প্রকাশ করা হয়। এ সময় জেলা ও উপজেলা থেকে আগত মানবজমিনের সোলায়মান আলী, দৈনিক ঐশী বাংলার ওমর ফারুক, দৈনিক আমার সংবাদের ইয়ামিন হাসান, দৈনিক সমাচারের রেজুয়ানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআরইউ