কোম্পানীগঞ্জে নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:১০ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দু’শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় মুছাপুর উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।

অনুষ্ঠানে বক্তব্য দেন, ফাউন্ডেশনের উপদেষ্টা সফি উল্যাহ কাজল, ব্যাংকার আবু তৈয়ব, মোফাজ্জল হোসেন সোহাগ, নিজাম উদ্দিন সুমন, সাইফুল ইসলাম মঞ্জু, আবদুল্লাহ নয়ন, খালেদ সাইফুল্লাহ বাদশাহ, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আমান উল্যাহ তানভীর, মহি উদ্দিন খাঁনসাব।

এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম স্বপন, আল জাবেদ, সৌরভ হোসেন, মোহাম্মদ রায়হান, আহমেদ রুবেল, লুৎফুর রহমান শাহীন, ইয়াসিন আরাফাত নোবেল, সুজন, সৈকত, সৈয়দ আবির প্রমুখ।

ইএইচ