সুনামগঞ্জের মধ্যনগর সদরে উপজেলার সর্বস্তরের মুসুল্লিদের আয়োজনে বিশ্ব ইজতেমায় ঘুমন্ত মুসুল্লিদের উপর সাদপন্থীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর মধ্যনগর বাজার জামে মসজিদের সম্মুখ থেকে প্রতিবাদ মিছিলে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন মুসল্লিরা।
এ সময় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শান্তিপ্রিয় মুসল্লিরা।
ইএইচ