সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ভিড়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ১১:২৭ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া এলাকার বিস্তীর্ণ খোলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী। 

জেলার বিভিন্ন অঞ্চলের ১৬ টি দৌড়ের ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে নানা শ্রেণি-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

এ উপলক্ষ্যে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড়দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে। ঘোড়দৌড় উপলক্ষ্যে এলাকায় বসে মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানিরা। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ১৬ টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। ঘোড়দৌড় দেখে মুগ্ধ আগত দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের দাবি এলাকাবাসীর।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র একেএম ফয়েজুর কবির তালুকদার শাহিন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ডা. কামরুল ইসলাম মেলা পরিচালনা কমিটির সভাপতি রমজান আলী খাঁন, সাধারণ সম্পাদক এম.আর আরিফ প্রমুখ।

বিআরইউ