বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরার আশাশুনিতে শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার গভীর রাত থেকে থেমে থেমে শুরু হয় এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত যা শনিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত অব্যাহত রয়েছে।
নিম্নচাপের প্রভাবে সাথে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে রোদের দেখা মেলেনি। এতে সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো।
একদিকে শীত, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তারা কাজেও যেতে পারছেন না।
এদিকে, শীত ও বৃষ্টি উপেক্ষা করে দিনমজুর, রিকশা ও ভ্যানচালক যারা কাজে বের হয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে।
উপজেলার বিভিন্ন বাজারগুলোতেও ক্রেতাদের উপস্থিতি কম যা ব্যবসায়ীদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আবহাওয়ার এই অবস্থা আগামীকাল পর্যন্ত থাকবে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর ১২ টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, রোববার পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা বিরাজমান থাকবে।
ইএইচ