রংপুরের কাউনিয়া উপজেলায় টঙ্গীর ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের পক্ষ থেকে শুরাঈ নিযামের নিরীহ, নিরস্ত্র সাথীদের ওপর অতর্কিত ভয়াবহ হামলায় আহত ও নিহতদের বিচার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তিফাকুল উলামা লি ইসলাহীল উম্মাহ।
শনিবার (২১ ডিসেম্বর) বাদ যোহর উপজেলা মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে কাউনিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন— উপজেলা মসজিদের খতিব আব্দুল লতিফ, ইত্তিফাকুল উলামা লি ইসলাহিল উম্মাহ্’র এর সভাপতি মুফতি মো. জামাল উদ্দিন, মাওলানা মো. মোজাম্মেল হক, মাওলানা আরিফুজ্জামান, মুফতি সাব্বির হোসেন, কারী রবিউল ইসলাম প্রমুখ। শেষে সংক্ষিপ্ত বক্তব্য ও সারা বিশ্বের শান্তি কামনায় দোয়া করেন। থানা শীর্ষ মুরুব্বী উপজেলার হাফেজ আব্দুল আউয়াল।
প্রতিবাদ সভায় বক্তারা সাদপন্থী কর্তৃক টঙ্গি ময়দানে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ভারতের মাওলানা সাদ বিভিন্ন সময় ভুল বয়ানের মাধ্যমে মুসল্লিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। তারা মসজিদ দখল করাসহ একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা পরিকল্পিতভাবে টঙ্গী ময়দানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করে ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালিয়েছেন। এতে চারজন শহিদ সহ অসংখ্য সাথী আহত, নিখোঁজ হয়েছে। অনেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। যারা হামলা চালায় এদের কোনো ধরনের তাবলীগ?’
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ থেকে দ্রুত সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে। সেই সাথে ২০১৮ সালের পহেলা ডিসেম্বর এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর হামলাকারীদেরকে গ্রেফতার করে শাস্ত্রীর আওতায় আনতে হবে।
বিআরইউ