লালমোহনে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন, সতর্ক থাকার আহ্বান

লালমোহন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:২৪ পিএম

ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি নাম্বার ক্লোন করে টাকা চাওয়া হয়েছে।

হ্যাকারের কথায় কোনও প্রকার লেনদেন কিংবা দাপ্তরিক কাজ না করে সরাসরি তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ইউএনও মো. শাহ আজিজ।

পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘আমার অফিসিয়াল ফোন নম্বর 01701991504 ক্লোন করা হয়েছে। উক্ত নম্বর অথবা 01622098227 নম্বর থেকে যোগাযোগ করে (UNO নাম লেখা উঠবে অথবা পরিচয় দেবে) কারো কাছে আর্থিক লেনদেন করতে বললে অথবা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে আমার সাথে ব্যক্তিগতভাবে সংযুক্ত হওয়ার পরামর্শ রইলো। এক্ষেত্রে কলারের ফোনটি কেটে আমার ০১৭০১৯৯১৫০৪ এই নম্বরে ফোন ব্যাক করে অথবা হুয়াটস অ্যাপে কথা বলে নিশ্চিত হয়ে নিন।’

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, আমার সরকারি নাম্বার ক্লোন করে এক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়েছে। ওই ব্যক্তি এসে আমাকে ঘটনাটি জানালে ক্লোনের বিষয়টি প্রকাশ পায়।

ইএইচ