বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে পৌর বিএনপির আয়োজনে বিরামপুর বড় মাঠ ও উপজেলা বিএনপির আয়োজনে পলিপ্রয়াগপুর দাখিল মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ ২২৫০ জন অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা যুবদলের সভাপতি মো. মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক একেএম মাকছুদুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা মো. শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ