গাজীপুর মহানগরীর পূবাইলে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মাস্টারের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
রোববার দুপুরে নগরীর ৪১নং ওয়ার্ডের বারই বাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
টঙ্গী রাজস্ব সার্কেলের এসিল্যান্ড মোহাম্মদ সাইদুজ্জামান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনির খান,পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল,সাংগঠনিক সম্পাদক আরিফ ভুঁইয়া, ক্রিসেন্ট কেমিক্যাল এর পরিচালক সাইফুল ইসলাম খান,সাখাওয়াত হোসেন খোকন,মরহুম আলী হোসেনের পুত্র ডাক্তার রাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মাস্টার শনিবার রাতে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরহুম আলী হোসেনের এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
ইএইচ