টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সভাপতি মো. আরিফুল ইসলাম নবা ও সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা (মোস্তফা) এবং মো. জাকারিয়া হাসান জাকিরকে সাংগঠনিক সম্পাদক করে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্যাডে জেলা শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সভাপতি আবু সাইদ এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (ভি.পি) মনিরের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, সহ সভাপতি মো. মনির মিয়া, সহ সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম খান (সেলিম), সহ সম্পাদক মো. কবির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. এছাক মিয়া, কোষাধ্যক্ষ মো. বিপ্লব হোসেন, সহ কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সহ প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আলামিন মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক মো. বাহাদুর মিয়া, সহ যুব বিষয়ক সম্পাদক মো. সেলিম মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ সরদার, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মনছুর মিয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. আজম মিয়া, সম্মানিত সদস্য মো. হাসমত আলী সহ আরো অনেকেই।
নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা ও সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা (মোস্তফা) জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (ভি.পি) মনিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইএইচ