মাগুরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:৫২ পিএম

মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন মো. আমিনুর রশিদ (আর আই) মাগুরা জেলা।

এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিসেস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শকালে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে আইজিপি, রেঞ্জ ডিআইজির প্রদত্ত নির্দেশনা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

এছাড়াও পুলিশ সুপার ২০২৪ সালের ১ম মাস্টার প্যারেডে উপস্থিত টিম মাগুরার সর্বস্তরের প্রিয় সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘প্রিয় সহকর্মীরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখার জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে পুলিশ দুষ্টের দমন ও শিষ্টের পালন করে থাকে। এ মহান দায়িত্ব পালন করতে আইন-শৃঙ্খলা আমাদের শক্তি যোগায়। মাস্টার প্যারেড আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে সহায়তা করে। পুলিশের স্মার্ট টার্ন আউট ও আধুনিক কলাকৌশল রপ্ত করার জন্য নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই।’

মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মিরাজুল ইসলাম পিপিএমসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জসহ অন্যান্য ইউনিট ইনচার্জরা।

ইএইচ