যুব সমাজকে মাদকসহ সকল অপরাধমুক্ত রাখতে সুনামগঞ্জের তাহিরপুরে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
রোববার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তরং ভলিবল টুর্নামেন্ট ক্লাবের আয়োজনে উৎসব ও আনন্দমুখর পরিবেশে টুর্নামেন্টে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জীর নাইট রাইডার্স দল ও জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের ইয়াংস্টার দল অংশগ্রহণ করে।
দুর্দান্ত এ খেলায় রফিকুল ইসলামের ইয়াংস্টার দলকে হারিয়ে ফেরদৌস আলম আখঞ্জীর নাইট রাইডার্স দল জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের নিকট চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের নিকট রানার্সআপ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী হিরা তালুকদার, জিল্লুর রহমান বাদল, রাসেল আহমেদ, মাসুক মিয়া, নাজমুল আখঞ্জী, পরিচালনা কমিটির সদস্য আবেদিন আখঞ্জী, মিনহাজ আখঞ্জী, মুন্না, ইশতিয়াক আখঞ্জী, ইয়াছিন আহমেদসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইএইচ