ড. বদিউল আলম

নির্বাচনে কারা আসবে, না আসবে—সিদ্ধান্ত ইসির

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ১০:৪৭ পিএম

কারা নির্বাচনে আসবে, আসবে না। কারা নির্বাচনে যুক্ত থাকবে, থাকবে না— সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

রোববার চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিয়ে মানুষের যে উচ্ছ্বাস, মানুষ আমাদের যেখানে দেখে থামিয়ে কিছু কথা বলতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়।

বলেন, আমরা যে ওয়েবসাইট স্থাপন করেছি, ইমেইলে হাজার হাজার মানুষ তাদের মতামত ব্যক্ত করছেন। তাদের সবার আকুতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন।

বদিউল আলম মজুমদার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করা। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তাবগুলো দেব। মানুষের কাছ থেকে যেটা শুনেছি, আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে, অভিজ্ঞতা, বিবেচনা সেগুলো ব্যবহার করে কতগুলো প্রস্তাবনা দেব। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। রাজনৈতিক দল, সরকার, বিভিন্ন কর্মকর্তা সবাই মিলে বাস্তবায়ন করবেন। আমাদের সকলেরই বাস্তবায়নের দায়িত্ব থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলি, ড. মোহাম্মদ আব্দুল আলীম, ছাত্র প্রতিনিধি সাদিক আরমান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ।

ইএইচ