দীঘিনালায় দুই ইটভাটা বন্ধ ঘোষণা, লাখ টাকা জরিমানা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৪:৪১ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় হাইকোর্টে রিট পিটিশনমূলে আদেশক্রমে ২টি ইটভাটা বন্ধ ও নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মেরুং ইউনিয়নের ফোরবিএম ও কেবিএম নামক দুইটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশীদ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন- দীঘিনালা বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ্, দীঘিনালা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন, দীঘিনালা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া।

ইএইচ