গাজীপুর মহানগর পূবাইলে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাত কে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার রাতে পূবাইল মাজুখান ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
গত প্রায় ১ বছর যাবত কার্যক্রম বন্ধ থাকা ফ্যাক্টরিতে রাত ৩টার দিকে ডাকাতদল অবস্থান নিলে টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা (অ্যাসিস্ট্যান্ট এডমিন) মো. বাবুল কে খবর দেয়।
বাবুল ফ্যাক্টরি এসে পূবাইল থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আহত অবস্থায় ৫ ডাকাতসহ তাদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন, জামালপুর জেলা সদর থানার শ্যামপুর এলাকার আ:রহিম মিয়ার ছেলে চান মিয়া (২৯), গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার মাঝুখান পশ্চিম পাড়া আ. লতিফের ছেলে মো. মামুন(৩০), বি-বাড়িয়া জেলার নবীনগর থানা কাইতলার মৃত খুরশেদ আলমের ছেলে মো. রাসেল (২৭), চাঁদপুর জেলা ফরিদগঞ্জ কাটালী এলাকার মৃত নাজির হোসেনের ছেলে মো. সোহাগ,শেরপুর নাকলা থানা বাদাগুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল (২৬)।
এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন বাবুল।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানায়,নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরএস