সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৭:০৪ পিএম

টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় সকাল সাতটায়, সখীপুর থানার সামনের সড়কে নয়টায় এবং সখীপুর সাগরদিঘী সড়কের কুতুবপুর বাজার এলাকায় সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর (৪৫), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জয়নুদ্দিন (৬৫) ও টাঙ্গাইলের সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন খান (২৫)।

এর মধ্যে আবু বকর একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি মাছ আনার জন্য ঘাটাইলের জোরদীঘি এলাকায় যাচ্ছিলেন। সেখানে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।

পুলিশ জানায়, নিহত জয়েন উদ্দিনের বেয়াই মকবুল হোসেন মারা যাওয়ায় জানাযায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে উপজেলার কচুয়া গ্রামে আসছিলেন।  

আজ সোমবার সকাল নয়টায় সখীপুর-ঢাকা সড়কের থানার সামনে এলে স্পিড বেকারে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে নিহত মামুন খান ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন। রাতের দায়িত্ব (নাইট ডিউটি) পালন শেষে ভোর সাতটার দিকে বাড়ি ফেরার পথে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।

আরএস